মেক্সিকোতে ৮.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

মেক্সিকোতে ৮.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

শেয়ার করুন

_97715672_041535597-1বিশ্বসংবাদ ডেস্ক :

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৮ দশমিক এক। ভুমিকম্পের পর আশেপাশের ৭ টি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন ভূতত্ত্ব জরিপ কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল পিজিজিয়াপান শহরের ১০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং ৩৫ কিলোমিটার গভীরে। এর পর মেক্সিকো, এল সালভাদর, গুয়েতেমালা, কোস্টারিকা, নিকারাগুয়া, পানামা ও হন্ডুরাসে সুনামী সতর্কতা জারি করা হয়েছে।

_97714736_snippy.pngমেক্সিকো সিটিতে ভূ কম্পন অনুভূত হবার পর সেখানকার বাসিন্দারা রাস্তায় নেমে আসে। রাজধানীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর আগে মেক্সিকোতে ১৯৮৫ ও ১৯৯৫ সালে ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সে সময় কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটে।