রোহিঙ্গা ইস্যুতে সুচিকে নিরবতা ভাঙতে বললেন মালালা

রোহিঙ্গা ইস্যুতে সুচিকে নিরবতা ভাঙতে বললেন মালালা

শেয়ার করুন

_97708911_040666774বিশ্বসংবাদ ডেস্ক :

মিয়ানমারের রোহিঙ্গা মুসলীমদের রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করতে আহবান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের কিশোরী মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই।
_97711847_041521292এসময় মালালা, মিয়ানমারের  নেত্রী অং সান সু চি’কেও নিরবতা ভেঙ্গে রোহিঙ্গাদের জন্য কথা বলার আহ্বান জানান। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মালালা বলেন, একটি জনগোষ্ঠীর নাগরিকত্ব অস্বীকার করা, বসবাসের অনুমতি না দেওয়া কতটা ভয়ংকর হতে পারে তা ভাবতেও পারি না। তাই চুপ করে থাকা যায় না। কারণ মিয়ানমারে ঘরহারা মানুষের সংখ্যা দিনকে দিন বাড়ছে।_97711851_041404046এমন ঘটনাকে মানবাধিকার ইস্যু উল্লেখ করে মালালা বলেন, সরকারগুলোর উচিত এসবের বিরোধিতা করা, কেননা সেখান থেকে মানুষ বিতারিত হচ্ছে, সহিংসতার শিকার হচ্ছে। শিশুরা পড়াশোনার সুযোগ পাচ্ছে না, তারা তাদের মৌলিক অধিকারও পাচ্ছে না। এদিকে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে রাখাইন থেকে এ পর্যন্ত ১ লাখ ৬৪ হাজার রোহিঙ্গা সীমান্ত পার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।