সৌদিতে খাদ্য বিষক্রিয়ায় শতাধিক আক্রান্ত

সৌদিতে খাদ্য বিষক্রিয়ায় শতাধিক আক্রান্ত

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

সৌদি আরবে খাদ্য বিষক্রিয়ায় কমপক্ষে দেড়শ জন আক্রান্ত হয়েছেন।

গালফ নিউজ জানায়, দেশটিরে তায়েফ নগরীর একটি রেস্তোরাঁর খাবার খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হন। এই ঘটনার পর রেস্তোরাঁটি বন্ধ করে দেয়া হয়। এছাড়া কর্মীদের স্বাস্থ্য পরীক্ষারও নির্দেশ দেয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বিভাগ স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৪৫ মিনিটে হাসপাতাল থেকে একটি জরুরি কল পায়। হাসপাতাল থেকে ওই বার্তাটি পেয়ে অতিরিক্ত রোগীদের সামাল দিতে মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে সেখানে ১৫টি মেডিকেল টিম পাঠায়।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রেস্তোরাঁর খাবার খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে শুরুতে ৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এরই মধ্যে হাসপাতাল থেকে অনেক রোগীকে ছেড়ে দেয়া হয়েছে। এদিকে তুরবাহ্ হাসপাতালে ৪৫ রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসা গ্রহণ শেষে মোট ৭৩ জন বাড়ি ফিরে গেছে।