সব দলের প্রস্তাব বিবেচনা করে ইসি গঠন হবে: রাষ্ট্রপতি

সব দলের প্রস্তাব বিবেচনা করে ইসি গঠন হবে: রাষ্ট্রপতি

শেয়ার করুন

abdul-hamidএটিএন টাইমস ডেস্ক:

সব দলের প্রস্তাব বিবেচনা করে নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে বলে আশা করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। নতুন ইসি গঠন নিয়ে সংলাপের শেষ দিনে বঙ্গভবনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ ও জাকের পার্টির সঙ্গে আলোচনা করেন রাষ্ট্রপতি।

এই নিয়ে মোট ৩১টি রাজনৈতিক দল রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করল। সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন নিয়ে তারা বিভিন্ন প্রস্তাব ও মতামত রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছেন।

বঙ্গভবনের প্রেস উইং জানিয়েছে, রাষ্ট্রপতি বলেছেন, এসব প্রস্তাব ও মতামত শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে ইতিবাচক অবদান রাখবে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এগিয়ে নিতে সব রাজনৈতিক দলকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।