সুচির নোবেল পুরস্কার বাতিলের দাবিতে অনলাইন পিটিশন

সুচির নোবেল পুরস্কার বাতিলের দাবিতে অনলাইন পিটিশন

শেয়ার করুন

AR-170909397.jpg&MaxW=780&imageVersion=16by9&NCS_modified=20170907092622বিশ্বসংবাদ ডেস্ক :

মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির শান্তিতে নোবেল পুরস্কার বাতিলের দাবিতে একটি অনলাইন পিটিশন চালু হয়েছে। অ্যাভাজ ডট অর্গ নামের একটি ওয়েবসাইটে বুধবার রাতে এই পিটিশন চালু হয়। বৃহস্পতিবার সকাল ভোর নাগাদ এতে স্বাক্ষর করেছেন বিশ্বের প্রায় ৬৩ হাজার মানুষ।

ওয়েবসাইটটিতে মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নৃশংস নিপীড়নের বিভিন্ন ঘটনা বর্ণনা করে বলা হয়, নিজের দেশের সেনাবাহিনীর এই নির্যাতন বন্ধ করতে ব্যর্থ হয়েছেন সুচি। তার মদদে মিয়ানমার সেনাবাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশনস’ নামে রোহিঙ্গাদের শত শত বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, নির্বিচারে হত্যা, ধর্ষণ চালাচ্ছে।

এতে জাতিসংঘের এক রিপোর্টের বরাত দিয়ে বলা হয়, এটি স্পষ্টতই মানবতার বিরুদ্ধে অপরাধ। আর এ কারণেই মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির শান্তিতে নোবেল পুরস্কার বাতিলের দাবি জানানো হয়েছে। ওয়েবসাইটটি পর্যবেক্ষণ করে দেখা যায় প্রতি মিনিটে গড়ে ১২জন মানুষ এতে সাক্ষর করছেন।