সির্তে পুনরুদ্ধারের শেষ পর্যায়ে লিবীয় বাহিনী

সির্তে পুনরুদ্ধারের শেষ পর্যায়ে লিবীয় বাহিনী

শেয়ার করুন

সির্তে লিবীয়া

বিশ্ব সংবাদ ডেস্ক:

উপকূলীয় সির্তে শহরকে আইএসের দখল থেকে মুক্ত করতে আরও এগিয়েছে লিবিয়ার সরকারি বাহিনী।

তিন মাস আগে শুরু হওয়া অভিযান কয়েকদিনের বিরতির পর আবারো শুরু হয়েছে। শনিবার লিবীয় বাহিনীর পক্ষ থেকে বলা হয়, সির্তে পুনরুদ্ধারের শেষ পর্যায়ে তারা। এখন পর্যন্ত লড়াইয়ে সাত লিবীয় যোদ্ধা নিহত এবং ৩০ জন আহত হয়েছে। মারা গেছে ১০ আইএস জঙ্গিও।

মার্কিন নেতৃত্বাধীন জোটের সহায়তায় ব্যাপক অগ্রগতি লাভ করেছে লিবিয়ার সরকারী বাহিনী। পার্শ্ববর্তী শহর মিসরাতা থেকে সির্তে অভিযান পরিচালনা করছে তারা। গত বছর আইএস শহটির পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার পর, সির্তের প্রায় ৮০ হাজার মানুষ পালিয়ে যায়। এরপর শহরটি আইএস’র শক্ত ঘাঁটিতে পরিণত হয়।