সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে আলোচনা স্থগিত যুক্তরাষ্ট্রের

সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে আলোচনা স্থগিত যুক্তরাষ্ট্রের

শেয়ার করুন

1475553061231বিশ্ব সংবাদ ডেস্ক:

রাশিয়ার সঙ্গে সিরিয়া ইস্যু নিয়ে সব ধরণের আলোচনা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

রাশিয়া অস্ত্রবিরতি চুক্তি সঠিকভাবে পালন করেনি বলে অভিযোগ তুলে এই সিদ্ধান্তের কথা জানান মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি। ওয়াশিংটন থেকে জানানো হয়, সিরিয়ায় বেসামরিক নাগরিকদের উপর হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ও সিরিয়ার সরকারী বাহিনী।

জন কিরবি বলেন, বেসামরিক এলাকায় এবং ত্রাণবহরে হামলা না চালানোর অঙ্গীকার ধরে রাখতে ব্যর্থ হয়েছে রাশিয়া। এছাড়া সিরিয়া সরকারকে অনুগত রাখতেও তারা ব্যর্থ।

গত সপ্তাহেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে আলোচনা স্থগিতের সতর্কতা দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে রাশিয়া মর্মাহত হয়েছে বলে মস্কো থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।