পদার্থ বিজ্ঞানে নোবেলজয়ী তিন ব্রিটিশ বিজ্ঞানী

পদার্থ বিজ্ঞানে নোবেলজয়ী তিন ব্রিটিশ বিজ্ঞানী

শেয়ার করুন

gettyimages-612356386_wide-88fb754799d4091c4dfadf93642b46a2626e24f7-s1100-c15বিশ্ব সংবাদ ডেস্ক:

এ বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন ব্রিটিশ বিজ্ঞানী।

তারা হলেন,  ডানকান এম হালদেন, ডেভিড জে থলেজ এবং জে মাইকেল কোস্টারলিটজ। তাদের মধ্যে হালদেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। থলেজ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন,আর  কোস্টারলিটজ যুক্তরাষ্ট্রের ব্রোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

মঙ্গলবার বাংলাদেশ সময় পৌনে ৪ টায় এ ঘোষণা দেয় রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স। ভূ ত্বকের রূপান্তর ও পর্যায়ক্রমের তাত্ত্বিক বিষয়টি আবিষ্কারের জন্য তাদের নোবেল পুরস্কার দেয়া হয়।