সিরিয়ায় ত্রাণবহরে হামলার প্রমাণ দিলো জাতিসংঘ

সিরিয়ায় ত্রাণবহরে হামলার প্রমাণ দিলো জাতিসংঘ

শেয়ার করুন

un-satellite-images-aleppo

বিশ্বসংবাদ ডেস্ক :

ভূ-উপগ্রহের ছবি বিশ্লেষণ করে সিরিয়ায় ত্রাণবহরে হামলার প্রমাণ দিলো জাতিসংঘ। গতমাসে সিরিয়ায় আলেপ্পোর কাছে ত্রাণবহরে বিমান থেকেই হামলা চালানো হয়েছিল বলে জানান জাতিসংঘের একজন বিশেষজ্ঞ।

গত ১৯ সেপ্টেম্বর সিরিয়ার সংঘাতময় আলেপ্পো শহরের কাছে বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় জাতিসংঘের ত্রাণ বহরে ভয়াবহ হামলায় ১৮ জন প্রাণ হারায়।

ওই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের কর্মকর্তারা। রুশ বিমান থেকে ওই হামলাটি চালানো হয় বলে দাবি যুক্তরাষ্ট্রের। যদিও রাশিয়া হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।