দ. কোরিয়ায় টাইফুন চাবার আঘাতে ৫ জনের প্রাণহানি

দ. কোরিয়ায় টাইফুন চাবার আঘাতে ৫ জনের প্রাণহানি

শেয়ার করুন

_91539713_72e5d77c-ddce-498d-894c-df6a86d0ca85বিশ্বসংবাদ ডেস্ক :

দক্ষিণ কোরিয়ায় টাইফুন চাবার আঘাতে অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে। লসানের এক দমকলকর্মীসহ এখনো প্রায় ৫জন নিখোঁজ রয়েছেন।

_91539711_a9a54157-ec92-4116-b750-e5f8d86f39c0বৃহস্পতিবার বিবিসি জানায়, টাইফুন চাবার আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণাঞ্চলীয় শহর বুসান ও উলসান। সেখানকার যানবাহন চলাচল, স্কুল, শিল্প প্রতিষ্ঠান ও দেশটির প্রধান বন্দর সাময়িকভাবে বন্ধ রয়েছে।

_91539595_2ac0eb73-5017-4482-97b2-36756b591d65এছাড়া, বিমান চলাচলও সাময়িকভাবে বন্ধ রয়েছে। টাইফুনটি দক্ষিণ কোরিয়ায় আঘাত হানার পর জাপানের দিকে বর্তমানে অগ্রসর হচ্ছে। সেখানেও আবহাওয়াবিদরা সতর্কতা জারি করেছে।

_91539588_4f09b5e1-b9c8-4052-9d8b-007b6c66daec