সিআইএ’র হ্যাকিং রিপোর্টের সমালোচনায় ট্রাম্প

সিআইএ’র হ্যাকিং রিপোর্টের সমালোচনায় ট্রাম্প

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়া হ্যাকিং করেছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর রিপোর্টের আবারও সমালোচনা করলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন,  যতক্ষণ না আপনার আইন হ্যাকারদের ধরতে পারবেনা, ততক্ষণ পর্যন্ত কে হ্যাকিং করেছে এটা বলা নির্ধারণ করা কঠিন। এসময় তিনি উল্টো প্রশ্ন ছুঁড়ে দেন।  ট্রাম্প বলেন, হ্যাকিং-ই যদি হয়েছে তাহলে কেনই বা জনগণের সামনে তা নির্বাচনের আগে তুলে ধরা হয় নি?

এর আগেও গত শনিবারনির্বাচনে ট্রাম্পকে জেতাতে রাশিয়া সাইবার হামলা চালিয়েছিলো বলে সিআইএ প্রতিবেদনকে ‘হাস্যকর’ এবং আরেকটি অজুহাত বলে মন্তব্য করেন।

ট্রাম্প তাদের এই প্রতিবেদন বিশ্বাস করেন না বলেও উল্লেখ করেন। তবে গত শুক্রবার ওয়াশিংটন পোস্টে, মার্কিন নির্বাচনে রাশিয়া সাইবার হামলা চালিয়েছিল বলে দাবি করে সিআইএ। তাদের দাবি, যেসব ব্যক্তি ওই কথিত হ্যাকিংয়ের সঙ্গে জড়িত, তারা নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারির সমালোচনা সামনে এনে ট্রাম্পের জয়ের পথ সুগম করার কাজ করছিলেন। গত সপ্তাহে এ সম্পর্কিত সিআইএ এর একটি গোয়েন্দা প্রতিবেদন সিনেটে পাঠানো হয়েছে।