সম্পর্ক উন্নয়নে কিউবা ও ইরানের নতুন উদ্যোগ

সম্পর্ক উন্নয়নে কিউবা ও ইরানের নতুন উদ্যোগ

শেয়ার করুন

f6314be6-0de1-43e5-9ba6-64f2bae2a5ecবিশ্ব সংবাদ ডেস্ক:

ইরান ও কিউবার সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দেশ দুটির প্রেসিডেন্টরা বৈঠক করেছেন।

সোমবার কিউবার রাজধানী হাভানায় বৈঠক করেন কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো এবং ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এসময় তারা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন ছাড়াও, বানিজ্য ও ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

রুহানির কিউবা সফর কালে দু’দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা এবং বিজ্ঞানখাতে বিনিয়োগ বাড়ােত সমঝোতা-চুক্তি হয়। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হয়ে কিউবায় যাত্রাবিরতি করেন ইরানি প্রেসিডেন্ট।

এসময় তাকে গার্ড অব অনার দেয়া হয়। হাসান রুহানি কিউবার বিপ্লবীনেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর সঙ্গেও সাক্ষাৎ করেন।