সপরিবারে কানাডায় ব্রিটিশ রাজপুত্র ও রাজবধু

সপরিবারে কানাডায় ব্রিটিশ রাজপুত্র ও রাজবধু

শেয়ার করুন

royal_visit_20160924_topix-e1474762823814বিশ্ব সংবাদ ডেস্ক:

কানাডা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দ্বিতীয়বারের মতো দেশটি সফর করছেন ব্রিটিশ রাজপুত্র প্রিন্স উইলিয়াম ও রাজবধূ কেট মিডলটন। সঙ্গে তাদের দুই সন্তান।

তিন বছর বয়সী প্রিন্স জর্জ এবং ১ বছর বয়সী প্রিন্সেস ক্যারল্ট বাবা-মার সাথে ৮ দিনের সফরে কানাডা পৌঁছলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী বিমানবন্দরে তাদের স্বাগত জানান। ২০১১ সালে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ের ৩ মাসের মাথায় এই দম্পতি প্রথমবারের মতো কানাডা সফর করেন।

ডিউক ও ডাচেস অব ক্যাম্বব্রিজ বেশ কয়েকটি দাতব্য অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং সিরিয়া থেকে আগত একটি শরণার্থী পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। দীর্ঘ ৮ ঘণ্টা ভ্রমণ শেষে লন্ডন থেকে কানাডায় এসে পৌঁছালে একটি রাজকীয় গাড়িবহর তাদেরকে বহন করে ব্রিটিশ কলম্বিয়ায় নিয়ে যায়। পরে একটি গণসংবর্ধনা অনুষ্ঠানে উইলিয়াম ও কেট যোগদান করেন।