সংঘাত নিরসনে শান্তি চুক্তিতে কলম্বিয়া ও ফার্ক

সংঘাত নিরসনে শান্তি চুক্তিতে কলম্বিয়া ও ফার্ক

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক:

দীর্ঘ ৫ দশকের সংঘাত নিরসনে এক শান্তি চুক্তিতে পৌঁছালো কলম্বিয়া সরকার ও গেরিলা দল ফার্ক। এই ঐতিহাসিক শান্তি চুক্তির পরপরই রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করে কলম্বিয়ানরা।

COLOMBIA
COLOMBIA

৪ বছর ধরে শান্তি চুক্তি নিয়ে আলোচনার পর গত জুনে দুই পক্ষই একটি দ্বিপাক্ষিক যুদ্ধবিরতিতে স্বাক্ষর করে যা এই চুক্তি বাস্তবায়নের পথকে সুগম করে তুলে।

কলম্বিয়ার প্রতিনিধিদলের প্রধান হামবার্তো দে লা কেলি এবং ফার্ক আলোচক প্রধান ইভান মার্কেস কিউবায় এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষর করেন।

সামাজিক সমস্যা মোকাবেলা এবং সংঘাতের ক্ষতিগ্রস্থরা যাতে ন্যায়বিচার পায় এই লক্ষ্যে উভয় পক্ষই এক সঙ্গে কাজ করতে রাজি হয়। আগামী ২ অক্টোবর চুক্তি অনুমোদনে গণভোটের আয়োজন করা হবে।