ঢাবি ক্যারিয়ার ক্লাবের ক্যারিয়ার সচেতনতা ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঢাবি ক্যারিয়ার ক্লাবের ক্যারিয়ার সচেতনতা ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শেয়ার করুন

IMG_3943-2

নিজস্ব প্রতিবেদক :

শিক্ষার্থী ও কর্মসংস্থান প্রত্যাশীদের মাঝে ক্যারিয়ার সচেতনতা তৈরি করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে “Connecting The Dots: Career and Employment” শীর্ষক সেমিনারটি আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। আয়োজকদের মতে প্রায় ৭০০ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। সম্পূর্ণ প্রোগ্রামটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের অফসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এ আয়োজনে সার্বিক সহায়তা করেছে Center for Career Development (CCD)।

IMG_4200-1সেমিনারে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাদ এয়ারওয়েজের জিএম  হানিফ জাকারিয়া,  ৩৫ তম বিসিএস –এ সম্মিলিত মেধাতালিকায় ১ম স্থান অধিকারী মোঃ ওয়ারিশুল ইসলাম, বিশ্বব্যাংকের আন্তর্জাতিক ফিন্যান্স করপোরেশনের হেড অব কমিউনিকেশন হিসেবে কর্মরত তৌহিদ ফিরোজ, দৈনিক প্রথম আলোর ইয়ুথ প্রোগ্রামের সমন্বয়ক মুনির হাসান, Center for Career Development (CCD) –এর প্রতিষ্ঠাতা আবিদ আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নবনিযুক্ত মডারেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাশেদুর রহমান প্রমুখ।

IMG_3970-4অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের  প্রেসিডেন্ট রাকিব হোসেন ক্লাবের লক্ষ্য ও উদ্দ্যেশ্য তুলে ধরেন। ক্যারিয়ার সচেতনতার লক্ষ্যকে সামনে রেখে ভবিষ্যতেও বিভিন্ন সময়োপযোগী উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এরপর বক্তব্য রাখেন প্রথম আলোর ইয়ুথ প্রোগ্রামের সমন্বয়ক মুনির হাসান। তরুণদের নিয়ে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা থেকে এসময় তিনি বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রচুর বই পড়ার পাশাপাশি কাজের দক্ষতা অর্জনের প্রতি তিনি গুরুত্বারোপ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের মডারেটর রাশেদুর রহমান ক্লাব কর্তৃপক্ষকে এ ধরনের আয়োজনের উদ্যোগ গ্রহণ করায় ধন্যবাদ জানান। একইসাথে তিনি মডারেটর হিসেবে ক্লাবের কার্যক্রমে সার্বিক সহায়তার আশ্বাস দেন।

এ অনুষ্ঠানের সহযোগিতায় থাকা Center for Career Development (CCD) –এর প্রতিষ্ঠাতা আবিদ আহসান জীবনে সফল হওয়ার ক্ষেত্রে একজন মানুষের নিজের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।

IMG_4017-1ইতিহাদ এয়ারওয়েজের জিএম  হানিফ জাকারিয়া তাঁর বক্তব্যে নিজের স্বপ্নপূরণের ক্ষেত্রে সম্ভাব্য প্রতিবন্ধকতায় হার না মেনে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

বিশ্বব্যাংকের আন্তর্জাতিক ফিন্যান্স করপোরেশনের হেড অব কমিউনিকেশন হিসেবে কর্মরত তৌহিদ ফিরোজ বিভিন্ন উন্নয়ন সংস্থায় সফল ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে করণীয় বিষয়গুলো তুলে ধরেন।

সেমিনারের সর্বশেষ অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৩৫ তম বিসিএস –এ সম্মিলিত মেধাতালিকায় ১ম স্থান অধিকারী মোঃ ওয়ারিশুল ইসলাম। তিনি বিসিএস সহ অন্যান্য সরকারি চাকুরীর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে নিয়মিত ও পরিকল্পনা অনুসারে পড়াশোনা করার পরামর্শ দেন।

উল্লেখ্য, ২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের মাঝে ক্যারিয়ার সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে । উক্ত আয়োজনটি এরই  ধারাবাহিকতায় এক নতুন সংযোজন।