বড়দিনের প্রার্থনায় শরণার্থীদের প্রতি মানবিক হওয়ার আহবান পোপের

বড়দিনের প্রার্থনায় শরণার্থীদের প্রতি মানবিক হওয়ার আহবান পোপের

শেয়ার করুন

_93120691_mediaitem93120690বিশ্বসংবাদ ডেস্ক :

শরণার্থীদের প্রতি আরও মানবিক হতে বিশ্বনেতাদের প্রতি আহবান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। শনিবার মধ্যরাতে ইতালির ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে প্রার্থনার আয়োজন করা হয়। সেখানেই প্রার্থনা শেষে দেয়া বক্তৃতায় পোপ একথা বলেন।
_93120687_mediaitem93120685ভ্যাটিকানের প্রার্থনায় বেশ কয়েকজন কার্ডিনাল, বিশপসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। জেরুজালেমের বেথেলহেমে জন্ম নেয়া যিশু অত্যাচারী শাসকদের হাত থেকে বাচতে মিশরে শরণার্থী হয়েছিলেন। তার সেই শরণার্থী জীবনের কথা স্মরণ করিয়ে দিয়ে পোপ বলেন, যুদ্ধবিধস্ত দেশের মানুষগুলো অসহায়। মনুষ্যত্ববোধ থেকেই তাদের প্রতি আরও মানবিক হওয়া উচিত সবার। শরণার্থী সংকট মোকাবেলায় ইউরোপের দেশগুলোর আরও বেশি কিছু করার আছে।
_93120689_mediaitem93120688কেবল ধর্মপ্রাণ খ্রিস্টানরা নন, ইসরায়েলি দখলদারিত্ব সত্ত্বেও বড়দিন উদযাপিত হচ্ছে জেরুজালেমের বেথেলহেমে। আনুষ্ঠানিকতায় যোগ দিয়েছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ সময় খ্রিস্টান সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্বজুড়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত হচ্ছে ক্রিসমাস ডে বা বড়দিন।_93120762_mediaitem93120721