শক্তিশালী টাইফুন মিনদুলের আঘাতে বিপর্যস্ত টোকিও

শক্তিশালী টাইফুন মিনদুলের আঘাতে বিপর্যস্ত টোকিও

শেয়ার করুন

typhoon-mindulle
বিশ্বসংবাদ ডেস্ক:

টোকিওতে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন মিনদুলে। স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে উপকূলীয় অঞ্চল তাতেয়ামায় আঘাত হানে। এতে অন্তত ২ জনের মৃত্যুর খবর দিয়েছে জাপানী গণমাধ্যমগুলো।

টাইফুনের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। ২৩টি এলাকায় বন্যা সতর্কতার পাশাপাশি, ভূমিধ্বসের আশংকার কথা জানিয়েছে জাপানের আবহাওয়া বিভাগ। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে শহরের অনেক সড়ক। ভেঙে পড়েছে গাছপালা।

১৮০ কিলোমিটার বেগে আঘাত হানা টাইফুনটিকে হারিকেন-১ ক্যাটাগরির বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। শক্তিশালী বাতাস ও ভারি বর্ষণের কারণে প্রায় ৪শ’ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ করা হয়েছে অভ্যন্তরীন ১৪৫টি ফ্লাইট।

এগুলোর অধিকাংশই টোকিওর হানেদা বিমানবন্দরের।এদিকে ইস্ট জাপান রেলওয়ে জানিয়েছে, বুটেল ট্রেনসহ টোকিও এবং এর আশপাশের এলাকার প্রধান ট্রেন রুটগুলোতে  যাত্রী সেবা স্বাভাবিক ছিল। জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আঘাত হানার পর ঝড়টি টোকিও থেকে উত্তরাঞ্চলীয় তোহোকু অঞ্চলের দিকে যেতে পারে।