লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশিদের নৌকাডুবে শিশুসহ ৩১ জনের প্রাণহানি

লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশিদের নৌকাডুবে শিশুসহ ৩১ জনের প্রাণহানি

শেয়ার করুন

oijjl43nmro0iqca37qhবিশ্বসংবাদ ডেস্ক :

লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশিদের বহনকারী একটি  নৌকাডুবে শিশুসহ  অন্তত ৩১ জনের প্রাণহানি ঘটেছে। ৬০জনকে  জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তারা ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন।

সেই সঙ্গে আরেকটি নৌকা থেকে উদ্ধার করা হয়েছে ১৪০ জনকে। লিবিয়া কোস্টগার্ডের কর্নেল আবু আজালা আবদেল বারি বলেন,কোস্টগার্ড দেখতে পাওয়ার আগেই প্রথম নৌকাটি ডুবে যায়। ওখানে যাওয়ার পর আরেকটি নৌকা ধরে অনেককে ঝুলে থাকতে দেখে কোষ্টগার্ডের সদস্যরা। উদ্ধারকৃত সবাইকে লিবিয়ায় নৌবাহিনীর দফতরে নিয়ে যাওয়া হয়েছে।

গত কয়েকদিনে ভূমধ্যসাগরের এই এলাকা থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হলো। বৃহস্পতিবার ২৫০ জন অ উদ্ধার করে লিবীয় কোস্টগার্ড। এর আগের মঙ্গলবার ১১০০ জনকে উদ্ধার করে ইতালির কোস্টগার্ড।