একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নৃত্যগুরু রাহিজা খানম ঝুনু আর নেই

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নৃত্যগুরু রাহিজা খানম ঝুনু আর নেই

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নৃত্যগুরু রাহিজা খানম ঝুনু আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজধানীর ল্যাব এইড হাসপাতালে আজ সকাল সাড়ে সাতটায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।  তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও হৃদ্‌রোগে ভুগছিলেন।

রাহিজা খানম ঝুনু দীর্ঘদিন বুলবুল ললিতকলা একাডেমির (বাফা) অধ্যক্ষ ছিলেন।  মৃত্যুর আগে তিনি বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের (বাফা) চেয়ারম্যান ও অধ্যক্ষ ছিলেন। বাংলাদেশে প্রতিষ্ঠিত নৃত্যশিল্পীদের বেশির ভাগই তাঁর ছাত্রছাত্রী। নৃত্যশিল্পীদের অনেকের কাছে তিনি ‘গুরুমা’ নামে পরিচিতি।

তিনি সাবেক সাংসদ মরহুম আমানউল্লাহ চৌধুরীর স্ত্রী। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।  আগামীকাল ময়মনসিংহের ভালুকায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।