রোহিঙ্গা নিপীড়নের উপর নতুন করে তদন্তে সুচির আশ্বাস

রোহিঙ্গা নিপীড়নের উপর নতুন করে তদন্তে সুচির আশ্বাস

শেয়ার করুন

_93944357_rohingyawomanবিশ্বসংবাদ ডেস্ক :

রোহিঙ্গা নিপীড়নের উপর জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ করার পর নতুন করে তদন্তের অঙ্গিকার করেছেন মিয়ানমার নেত্রী অং সান সুচি। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কয়েকজন শীর্ষ কর্মকর্তারা সুচির সঙ্গে দেখা করলে এই আশ্বাস দেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জাতিংসঘের হিউম্যান রাইটসের হাই কমিশনার জায়েদ রাদ আল হোসেইন এই তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রায় দেড় ঘন্টাব্যাপি এক বৈঠকে সুচিকে রোহিঙ্গা মুসলীমদের উপর সেনাবাহিনী এবং নিরাপত্তাবাহিনীর নিপীড়ন মূলক অভিযান শেষ করার অনুরোধ করেন। এর পরই এই আশ্বাস দেন তিনি।

এর আগে সুইজারল্যান্ডের জেনেভা থেকে প্রকাশিত এক প্রতিবেদনে মিয়ানমারে নিরাপত্তাবাহিনী সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে ও নারীদের ধর্ষণ করেছে বলে প্রকাশ করা হয়।