‘রুশ সাইবার হামলা ঠেকাতে অক্ষম যুক্তরাষ্ট্র’

‘রুশ সাইবার হামলা ঠেকাতে অক্ষম যুক্তরাষ্ট্র’

শেয়ার করুন

160406114848-john-mccain-february-2016-exlarge-169বিশ্ব সংবাদ ডেস্ক:

মার্কিন সিনেটর জন ম্যাককেইন সতর্ক করে বলেছেন, রাশিয়ার সাইবার হামলা মোকাবিলা করার জন্য তৈরি নয় ট্রাম্প প্রশাসন। সম্প্রতি ফাঁস হওয়া অডিও বার্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

ওই ফাঁস হওয়া অডিও বার্তায় ম্যাককেইন বলেন, রুশ সাইবার হামলা মোকাবিলায় তাদের না আছে নীতি, না আছে কৌশল’। সাইবার ব্যবস্থাপনার ক্ষেত্রে রাশিয়া যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙা সহজ না হলেও, সাইবার ব্যবস্থাপনা ভেঙে ফেলা অনেক সোজা।

এছাড়া ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি সম্পর্কেও আশাবাদী নন ম্যাককেইন। তিনি বলেন, গত ৭০ বছরের মধ্যে আজকের বিশ্ব, সবচেয়ে বেশি বিপজ্জনক অবস্থায় রয়েছে। উত্তর কোরিয়া, ইরান, চীন বা রাশিয়া দ্বারা ট্রাম্প আক্রান্ত হতে পারেন উল্লেখ করে ম্যাককেইন বলেন, সবাইকে এমন বার্তা পৌঁছে দেওয়া উচিত যে, মাঠে নতুন এক দল রয়েছে। আর এ ক্ষেত্রে তাদের সকল সহকর্মীর সমর্থনই পাবেন ট্রাম্প।