কাশ্মিরে বরফে চাপা পড়লেন পাঁচ সেনা সদস্য

কাশ্মিরে বরফে চাপা পড়লেন পাঁচ সেনা সদস্য

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

ভারত শাসিত কাশ্মিরের কুপওয়ারা জেলায় তুষারধসের পর, অন্তত ৫ সেনা সদস্য আটকা পড়েছেন।

উপত্যকার বেশ কয়েকটি জায়গায় শনিবারও ভারী তুষারপাত ও বৃষ্টি হচ্ছে। তার সঙ্গে ধস নামায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। শুক্রবার রাতে কুপওয়ারা জেলার পরপর দু’টি তুষার ধসে, বরফের নীচে চাপা পড়ে সেনাদের একটি টহলদল। রাত থেকেই সেখানে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার কাশ্মিরের বিভিন্ন জায়গায় অপর কয়েকটি তুষারধ্বসে অন্তত ১৯ জন প্রাণ হারান। এদের মধ্যে কয়েক জন সেনা সদস্যও রয়েছে। কাশ্মির উপত্যকায় এখন তুষার সতর্কতা চলছে।

তুষারধসে ক্ষয়ক্ষতি কমাতে খালি করে দেওয়া হয়েছে কয়েকটি গ্রাম। শুক্রবার আকাশ কিছুটা পরিষ্কার হলে, খুলে দেওয়া হয় শ্রীনগর বিমানবন্দর। তবে চার দিন ধরে বন্ধ রয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক।