রাশিয়ার নির্বাচনে আবারও পুতিনের দলের নিরঙ্কুশ জয়লাভ

রাশিয়ার নির্বাচনে আবারও পুতিনের দলের নিরঙ্কুশ জয়লাভ

শেয়ার করুন

_91293582_mediaitem91293579

বিশ্বসংবাদ ডেস্ক :

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে আবারও জয়লাভ করেছে ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল, ‘ইউনাইটেড রাশিয়া’।

নির্বাচনে এ পর্যন্ত ৯৩ শতাংশ ভোট গণনা হয়েছে। প্রাপ্ত ফলাফলে, পার্লামেন্টের নিম্নকক্ষ দুমা’র ৪৫০টি আসনের মধ্যে ৩৪৩ আসন পেয়েছে পুতিনের দল। নিবন্ধিত মোট ভোটের ৫৪ দশমিক ২ শতাংশ ভোট ইউনাইটেড রাশিয়া’র পক্ষে গেছে। এর মধ্য দিয়ে দলটি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো।

নির্বাচনে বিরোধী কমিউনিস্ট পার্টি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি, প্রায় সমান সমান ভোট পেয়েছে। উভয় দলের পক্ষে ভোট পড়েছে ১৩ শতাংশ করে। এর আগে রোববার সকাল থেকে সারা দিন ভোটগ্রহণ চলে।

২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জিতে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট হতে চান বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবারের পার্লামেন্ট নির্বাচন সেই পথ সুগম করেছে।