রানীর সঙ্গে দেখা করে সরকার গঠনের অনুমতি চেয়েছেন থেরেসা মে

রানীর সঙ্গে দেখা করে সরকার গঠনের অনুমতি চেয়েছেন থেরেসা মে

শেয়ার করুন

_96411523_thersamayনিজস্ব প্রতিবেদক :

বাকিংহাম প্যালেসে রানীর সঙ্গে দেখা করে সরকার গঠনের অনুমতি চেয়েছেন থেরেসো মে। পরে তিনি ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে বলেন, সরকার গঠন করতে যাচ্ছেন তারা। ব্রেক্সিট আলোচনা চালিয়ে নেয়া এবং জনগণের নিরাপত্তা পালন করতে তার সরকার সচস্ট থাকবে বলেও জানান থেরেসা মে।

তিনি ডেমোক্র্যাট ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সমর্থন নিয়ে সরকার গঠনের ঘোষণা। এই সরকার যুক্তরাজ্যকে ‘সংশয়মুক্ত’ ভবিষ্যৎ দিতে পারবে বলে উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবারের নির্বাচনে থেরেসা মের দল কনজারভেটিভ পার্টি ৩১৮ আসন পেয়ে জয়ী হলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়। সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতার জন্য ৬৫০ আসনের হাউস অব কমনসে ৩২৬ টি আসন প্রয়োজন। কিন্ত ৮ টি আসন কম পাওয়ায় ডেমোক্র্যাট ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি) এর সমর্থন নেয় দলটি। ডিইউপি পেয়েছে ১০ টি আসন।