রাজার মৃত্যুতে শোকে মুহ্যমান থাইল্যান্ডবাসী

রাজার মৃত্যুতে শোকে মুহ্যমান থাইল্যান্ডবাসী

শেয়ার করুন

_91921159_d798edb0-2da2-4978-8f74-11243f262bc6বিশ্বসংবাদ ডেস্ক :

রাজা ভূমিবল আদুলিয়াদেজের জীবনাবসানে শোকস্তব্ধ থাইল্যান্ড। রোরুদ্যমান থাই জনগণ। শুরু হয়েছে এক বছরে শোক পালন। শুক্রবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী একমাস অর্ধনমিত রাখা হবে জাতীয় পতাকা। রাজধানী ব্যাংককের সিরিরাজ হাসপাতাল থেকে, শুক্রবার বিকেলে ভূমিবলের মরদেহ নেয়া হবে শহরের এমারেল্ড মন্দিরে।

_91921157_mediaitem91921154রাজা ভূমিবল নেই। থাই জনগণের রাজা নয় সাক্ষাত ঈশ্বরের জীবনাবসানে কাঁদছে গোটা দেশ। শোকসংবাদ প্রচারিত হওয়ার পর, গভীর রাতেই ব্যাংককের রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। এদের অনেকেরই পরনে ছিলো কালো পোশাক। কেউ আবার বুকে চেপে রাখেন রাজার ছবি। চোখের জ্বলে বিদায় জানান প্রিয় রাজাকে।

_91921826_478790d5-b1b3-4b99-a2c5-3e61b8ca6678একজন বলেন, ‘আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে হারালাম। মনে হচ্ছে, রাজার জন্য কিছু করতে পারিনি। আরো কিছু করার ছিলো’।

_91921832_035853832-1থাইল্যান্ডে ৩০দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত হয়েছে। এসময় নাগরিকদের কালো পোশাক পরতে, ও বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ রাখতে সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। থাইল্যান্ডের অনলাইন সংবাদমাধ্যমগুলো, তাদের পাতা সাদা-কালো করে রেখেছে। গ্রান্ড প্যালেসে গিয়ে প্রয়াত রাজার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীসহ মন্ত্রীসভার সদস্যরা।

_91913172_mediaitem91913171বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজত্ব করা থাই রাজা ৮৮ বছর বয়সে বৃহস্পতিবার বিকেলে ব্যাংককের সিরিরাজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। একদিন পর ভূমিবলের মৃতদেহ নেয়া হয় শহরের এমারেল্ড মন্দিরে। সেখানে ১শ’ দিনের জন্য রাষ্ট্রীয়ভাবে শায়িত রাখা হবে মরদেহ। এরপর শুরু হবে আনুষ্ঠানিকভাবে সমাহিত করার প্রক্রিয়া। প্রক্রিয়াটি শুরু হতে একবছরও লেগে যেতে পারে।