নাইজেরিয়ায় দুই বছর আগে অপহৃতদের মধ্যে ২১ ছাত্রীকে মুক্তি

নাইজেরিয়ায় দুই বছর আগে অপহৃতদের মধ্যে ২১ ছাত্রীকে মুক্তি

শেয়ার করুন

_90786155_boko-blur-afp
বিশ্বসংবাদ ডেস্ক :

নাইজেরিয়ার চিবোক শহর থেকে দুই বছর আগে অপহৃত ২ শতাধিক স্কুলছাত্রীর মধ্য থেকে ২১ জনকে মুক্তি দিয়েছে নাইজেরিয়ায় জঙ্গি সংগঠন বোকো হারাম।

বৃহস্পতিবার নাইজেরিয়ার এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বিবিসি জানায়, নাইজেরিয়ার উত্তর-পশ্চিমের রাজ্য চিবুক থেকে ২০১৪ সালে ২৭০ জন স্কুল ছাত্রীকে অপহরণ করে বোকো হারাম। এর পরের দিন কৌশলে ৫০ ছাত্রী পালিয়ে আসতে পারলেও ঐ সন্ত্রাসী গোষ্ঠীর হাতে এখনো ২১৮ জন ছাত্রী জিম্মি রয়েছে।

এদিকে সেদেশের প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারির মুখপাত্র গারবা শেহু টুইটার বার্তায় জানিয়েছেন, সরকার ও জঙ্গিদের মধ্যে আলোচনার ফল স্বরূপ স্কুল ছাত্রীদের মুক্তি দেওয়া হয়েছে। তারা বর্তমানে নিরাপত্তাবাহিনীর হেফাজতে রয়েছে।