রাজস্থানে প্রচণ্ড ঝড়ে বিয়ে বাড়িতে ভবন ধস, নিহত ২৬

রাজস্থানে প্রচণ্ড ঝড়ে বিয়ে বাড়িতে ভবন ধস, নিহত ২৬

শেয়ার করুন

_96007487_5342b379-5839-4ec2-b337-bb8fdbae54e9বিশ্বসংবাদ ডেস্ক :

ভারতের রাজস্থানের ভারতপুর জেলায় প্রচণ্ড ঝড়ে একটি বিয়ে বাড়িতে ভবন ধসে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। তখন বিয়ের অনুষ্ঠান চলছিল।

ভারতপুর জেলার পুলিশ পরিদর্শক অলোক ভাশিস্তা জানান, প্রচণ্ড ঝড় শুরু হলে দেয়ালের কাছে একটি টিনশেডের নিচে আশ্রয় নেন বিয়ে বাড়ির লোকজন। এ সময় ৯০ ফুট লম্বা ও ১৩ ফুট উঁচু দেয়ালটি ধসে পড়লে এর নিচে চাপা পড়ে প্রাণ হারান ২৭ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অনেকের অবস্থা আশংকাজনক।

পুলিশ সুপারিনটেনডেন্ট অনিল থাঙ্ক জানান, নিহতদের মধ্য ১১ জন পুরুষ, ৮ নারী ও ৪ শিশু রয়েছে। দেয়ালের নিচে আটকে পড়াদের উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। ঝড় ও বৃষ্টিতে বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ায় পুরো এলাকা এখন বিদ্যুতবিহীন। রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এ ঘটনায় শোক জানিয়ে আহতদের সুচিকিৎসার নির্দেশ দিয়েছেন।