মেলবোর্নে বজ্রঝড়ের পর হাঁপানিতে ছয় জনের মৃত্যূ

মেলবোর্নে বজ্রঝড়ের পর হাঁপানিতে ছয় জনের মৃত্যূ

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

অস্ট্রেলিয়ার মেলবোর্নে বজ্রঝড়ের কারণে মারা গেছে কমপক্ষে ৬ জন। তবে এরা সরাসরি বজ্রপাতে নয়, বরং বজ্রপাতের কারণে সৃষ্ট বিরল শারিরীক জটিলতায় আক্রান্ত হয়ে মারা যান।

বিবিসি জানায়, গত সোমবার বজ্রসহ ভারি বৃষ্টিপাত এবং তীব্র বাতাসে ভিক্টোরিয়া রাজ্যে ফুলের পরাগরেণুজনিত উপসর্গ বা পলেন অ্যালার্জি ছড়িয়ে পড়ে। সেখানকার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বজ্রবৃষ্টির পর থেকে তারা প্রচুর শ্বাসকষ্টে ভোগা রোগী পাচ্ছে।

অস্ট্রেলিয়াতে সাধারণত বসন্তকালে বজ্রবৃষ্টির কারণে, দানাশস্য জাতীয় ঘাসের ভেজা রেণুর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, নিঃশ্বাসের মাধ্যমে মানুষের ফুসফুসে ঢুকে যায়। এতে শ্বাস নিতে কষ্ট হয়। এ কারণে দেশটিতে প্রতি ১০ জনে ১ জন হাঁপানি রোগে ভুগছে। ইতোমধ্যে আট হাজারের বেশি মানুষ শ্বাসকষ্টে ভুগে হাসপাতালে ভর্তি হয়েছে।