৩৩ টাকা কেজি দরে আমন চাল কিনবে সরকার

৩৩ টাকা কেজি দরে আমন চাল কিনবে সরকার

শেয়ার করুন

riceনিজস্ব প্রতিবেদক:

আসন্ন আমন মৌসুমে ৩৩ টাকা কেজি দরে চাল কিনবে সরকার।

রোববার দুপুরে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পহেলা ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হবে। চলবে ১৫ মার্চ পর্যন্ত। চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ মেট্রিকটন।

সভা শেষে ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী  জানান, এ বছর আমন ধান উৎপাদনে খরচ পড়েছে ১৯ টাকা এবং চাল উৎপাদনে খরচ পড়েছে ২৯ টাকা। বর্তমানে ৮ লাখ টন খাদ্যশস্যের মজুদ রয়েছে জানিয়ে মন্ত্রী আরো বলেন, মজুদ নিয়ে তারা সন্তুষ্ট।