মিয়ানমার সেনাপ্রধানের নির্দেশে রোহিঙ্গা নিধন: রয়টার্সের অনুসন্ধান

মিয়ানমার সেনাপ্রধানের নির্দেশে রোহিঙ্গা নিধন: রয়টার্সের অনুসন্ধান

শেয়ার করুন

myanmar-army-chief-wbবিশ্বসংবাদ ডেস্ক :

রোহিঙ্গা নির্যাতনে মূল ভূমিকা পালন করেছে মিয়ানমার সেনাবাহিনীর দুটি পতাদিক বাহিনী। আর সব ধরণের নির্দেশনা এসেছে সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং লাইংয়ের কাছ থেকে। এক অনুসন্ধানে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রাখাইনে চেকপোস্টে হামলার পর রোহিঙ্গাদের বিরুদ্ধে ৩৩ ও ৯৯তম পদাতিক বাহিনীকে অপারেশন চালাতে সেনাবাহিনীর শীর্ষ পর্যায় থেকে নির্দেশ দেয়া হয়েছিল। থং ওয়াই ও নামের সাবেক এক সেনা কর্মকর্তা জানান, কোথাও বড় অপারেশন চালাতে লাইট পদাতিক বাহিনী পাঠানোর সিদ্ধান্ত একমাত্র সেনাপ্রধানই দিতে পারে।

রয়টার্স জানায়, হত্যাযজ্ঞের আগে মিয়ানমার সামরিক বাহিনীর কর্মকর্তারা একটি বৈঠকে বসেন। তারা হামলার জন্য রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করে, অভিযান শুরু করেন।

এদিকে, ডেনমার্কের কোপেনহেগেনে কূটনীতিকদের সঙ্গে বৈঠকে মিয়ানমারের সমাজকল্যাণ মন্ত্রী উইন মিন্ত জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ১৯৮২ সালের নাগরিকত্ব আইন সংশোধণ করে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়া সম্ভব নয়।