জার্মানির অগ্নিপরীক্ষা, মেক্সিকোর লক্ষ্য গ্রুপ সেরা হওয়া

জার্মানির অগ্নিপরীক্ষা, মেক্সিকোর লক্ষ্য গ্রুপ সেরা হওয়া

শেয়ার করুন

4D57B10700000578-5853701-image-a-23_1529250005511স্পোর্টস ডেস্ক :

এফ গ্রুপে আজ জার্মানির অগ্নিপরীক্ষা। কাজানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরয়িা। এদিকে, একই গ্রুপে অন্যম্যাচে একাতেরিনবার্গে মেক্সিকো খেলবে সুইডেনের বিপক্ষে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে অপ্রত্যাশিত পরাজয় জার্মানদের কঠিন সমীকরণের সামনে দাঁড় করিয়েছে। তবে, সুইডেনকে হারানোর পর নক-আউট পর্বে যাওয়া আশা বেঁচে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। সে জন্য দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জিততেই হবে জার্মানির। সঙ্গে প্রার্থনা করতে হবে মেক্সিকোর বিপক্ষে সুইডেনের পরাজয়েরও।
কোরিয়ার বিপক্ষে বিশ্বকাপে খেলা ২ ম্যাচই জিতেছে জার্মানি। তবে, ২০০৪ সালে প্রীতি ম্যাচে জার্মানিকে ৩-১ গোলে হারিয়েছিল কোরিয়ানরা।

এদিকে, দুই জয়ে ভালো অবস্থায় থাকা মেক্সিকোর লক্ষ্য গ্রুপ সেরা  হওয়া। চলতি বিশ্বকাপে ফর্মেও আছে মেক্সিকানরা। তবে, পরিসংখ্যানে সুইডেনের চেয়ে পিছিয়ে তারা। ৯বারের  লড়াইয়ে  ৪ জয়ের বিপরীতে ২টিতে হেরেছে সুইডেন। বাকি ৩ ম্যাচ হয়েছে ড্র।