মিসরের সাবেক স্বৈরশাসক মোবারক বেকসুর খালাস

মিসরের সাবেক স্বৈরশাসক মোবারক বেকসুর খালাস

শেয়ার করুন

এটইএন টাইমস ডেস্ক:

মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারককে বিক্ষোভকারী হত্যার অভিযোগ থেকে বেকসুর খালাস দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।

মোবারককে বেখসুর খালাসের পর তার সমর্থকরা রাস্তায় নেমে আনন্দ উল্লাস করতে থাকেন। আল-জাজিরা জানায়, ২০১১ সালের গণঅভ্যুত্থানের সময় কয়েকশ বিক্ষোভকারীকে হত্যার অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

২০১১ সালের জানুয়ারিতে শুরু হওয়া ১৮ দিনের গণবিপ্লবের মুখে ক্ষমতাচ্যুত হন মোবারক। কিন্তু বিপ্লবের দিনগুলোতে তার নির্দেশে ২৩৯ বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন বলে আদালতে প্রমাণিত হয়।

ফলে ২০১২ সালে তাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছিল নিম্ন আদালত। এদিকে মোবারক বিরোধী বিক্ষোভে নিহতদের স্বজনরা আপিল আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন।