দূর্নীতির মামলায় ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থীর বাড়িতে অভিযান

দূর্নীতির মামলায় ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থীর বাড়িতে অভিযান

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

দূর্নীতির মামলায় ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীল দলের প্রার্থী ফ্রাঁসোয়া ফিলোর বাড়িতে তল্লাশি চালিয়েছে তদন্তকারী দল। বিবিসি জানায়, বৃহস্পতিবার সকালে ঐ প্রেসিডেন্ট প্রার্থীর বাড়িতে অভিযান চালানো হয়।

এর আগে, গেল মাসে তার নির্বাচনি অফিসেও অভিযান চালায় তদন্তকারী দল। এদিকে, স্ত্রীর ভুয়া চাকরি অভিযোগের জেরে, ফিলোর উপর থেকে সমর্থন তুলে নেয়ার আভাস দিয়েছেন, মিত্র জোটের মধ্যপন্থী দল ইউডিআই পার্টি।

পার্লামেন্টের নিম্ন কক্ষে মধ্যপন্থি ইউডিআই-এর ২৭ জন সংসদ সদস্য রয়েছে। সমর্থন সরিয়ে নেয়ার ব্যাপারে আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে দলটি। কোনো প্রার্থীর বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হলে, প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ফরাসী রাজনীতির প্রথা।

ফ্রাসোঁয়া ফিলন সে রীতি মানেন নি। এজন্য তার সমালোচনা করেন মেয়ার। চূড়ান্ত মনোনয়ন জমা দেয়ার মাত্র দু’দিন আগে আগামী ১৫ মার্চ তদন্তের জেরে আদালতে হাজির হতে হবে ফিলোকে।