মালয়েশিয়ার নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করল উত্তর কোরিয়া

মালয়েশিয়ার নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করল উত্তর কোরিয়া

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই, কিম জং ন্যাম হত্যায় পাল্টাপাল্টি পদক্ষেপ নিচ্ছে উত্তর কোরিয়া ও মালয়েশিয়া। দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতির ঘটায় এবার মালয়েশিয়ান নাগরিকদের উত্তর কোরিয়াতে থাকার উপর নিষেধাজ্ঞা জারি করা হলো।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, ন্যাম হত্যাকাণ্ড নিয়ে দু’দেশের মধ্যে চলমান বিরোধের সুষ্ঠু মীমাংসা না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। একইসঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর কোরিয়া ত্যাগের নির্দেশ দেয়া হয়।

তবে এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের প্রতি অসম্মান ও কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। এর আগে, এই বিরোধের জের ধরে মালয়েশিয়ায় উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছিল।

এছাড়া উত্তর কোরিয়ানদের মালয়েশিয়ায় ভিসাহীন ভ্রমণের সুযোগ বন্ধ করে দেয় দেশটির সরকার। গত ১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে দুই নারীর দেয়া বিষে মারা যান ন্যাম।