৭ মার্চের ভাষণ, স্বাধীনতার ভাষণ

৭ মার্চের ভাষণ, স্বাধীনতার ভাষণ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

সাতই মার্চের ঐতিহাসিক ভাষণে, একজন প্রজ্ঞাবান দায়িত্বশীল রাজনৈতিক নেতার মতো বঙ্গবন্ধু জাতিকে দিক নির্দেশনা দিয়েছিলেন। তিনি সুচিন্তিতভাবে অত্যন্ত কৌসুলি হয়ে লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে পরম আরাধ্য স্বাধীনতার ডাক দিয়েছিলেন।

বঙ্গবন্ধুর এই ভাষণটি বিশ্বের কয়েকটি শ্রেষ্ঠ ভাষণের সঙ্গে তুলনা চলে। কেউ কেউ এ ভাষণকে আব্রাহাম লিংকনের ‘গেটিসবার্গ অ্যাড্রেস’ বা মার্টিন লুথার কিংয়ের ‘আই হ্যাভ এ ড্রিম’ ভাষণের সঙ্গে তুলনা করেন।

উদ্বুদ্ধ করেছিলেন স্বাধীনতার স্বপ্নে বিভোর জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। স্বজাতি ও স্বাধিকারবোধে উদ্দীপ্ত বাঙালির ইতিহাসের এক অনন্য সাধারণ দিন- আজ ৭ই মার্চ। মাশহুদুল হকের রিপোর্ট।

বাঙালি জাতির ভাগ্য নিয়ে সিদ্ধান্ত নেয়ার এক গুরুত্বপূর্ণ বাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৬ বছর আগে দিয়েছিলেন এক যুগান্তকারী ভাষণ।

একদিকে, এক কঠিন সঙ্কট মুহূর্তে উদ্বেগ, উৎকণ্ঠা, আশা ও সম্ভাবনায় উদ্বেল এক জাতির, বঙ্গবন্ধুর ওপর আকাশ ছোঁয়া প্রত্যাশার চাপ। অন্যদিকে পাকিস্তানিদের রক্তচক্ষু। সব মোকাবেলা করে তিনি সেদিন জাতিকে দিয়েছিলেন সঠিক পথের দিশা।