মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় নেতা মোহাম্মদ সোলি জয়ী

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় নেতা মোহাম্মদ সোলি জয়ী

শেয়ার করুন

_103551236_hi049500059বিশ্বসংবাদ ডেস্ক :

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বিরোধী দলীয় নেতা মোহাম্মদ সোলিহ। বিরোধী দলকে দমন-পিড়নের দায়ে অভিযুক্ত প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন ইতিমধ্যেই নিজের পরাজয় স্বীকার করে নিয়েছেন।

তিনি পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৩১৬ ভোট ও বর্তমান প্রেসিডেন্ট ইয়ামিন পেয়েছেন ৯৬,১৩২ ভোট। সোলিহর বিজয়কে স্বাগত জানিয়েছে ভারত ও চীন।

বর্তমান প্রেসিডেন্ট ইয়ামিনের শাসনকালে বিরোধী দলের অসংখ্য নেতাকে কারাদন্ড দেয়া হয়। নির্বাচনের আগে গণতান্ত্রিক পরিবেশের উন্নতী না হলে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিলো যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

রাজধানী মালেতে সাংবাদিকদের উদ্দেশ্যে সোলিহ বলেন মালদ্বীপের মানুষ চায় পরিবর্তন, শান্তি ও ন্যায় বিচার। তার পক্ষেই রায় দিয়েছেন তারা। ভোটের ফলাফল ঘোষণার আগেই রাজপথে উল্লাসে ফেটে পড়েন সোলিহর সমর্থকরা।