জাতিসংঘে মার্কিন আইন লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরবেন রুহানি

জাতিসংঘে মার্কিন আইন লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরবেন রুহানি

শেয়ার করুন

রুহানি
বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এছাড়া ইরানের আঞ্চলিক ও আন্তর্জাতিক নীতি সম্পর্কেও ব্যাখ্যা দেবেন তিনি।

রোববার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের একথা জানান রুহানি। তিনি বলেন, পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়ে একা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। এখন আঞ্চলিক শত্রুদের মাধ্যমে অভ্যন্তরীণ বিশৃঙ্খলার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন।

তার দাবি, আমেরিকার এই অপচেষ্টা সফল হবে না। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে যেতে ইরান প্রস্তুত বলে হুমকি দেন রুহানি।
এদিকে, ইরানের সামরিক কুচকাওয়াজে হামলার নৃশংস এবং ক্ষমাহীন প্রতিশোধ নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এলিট ফোর্স রেভল্যুশনারি গার্ড অব ইরান।