মার্কিন হুমকির কাছে মাথানত করবে না ইরান : খোমেনি

মার্কিন হুমকির কাছে মাথানত করবে না ইরান : খোমেনি

শেয়ার করুন

8e344f0a1f104feb88a502489c8871af_18বিশ্বসংবাদ ডেস্ক :

তেহরানের পারমানবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের তর্জন-গর্জনকে পাত্তা দেবে না ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি একথা বলেছেন।

রোববার ইরানের পুলিশ বাহিনীর একটি অনুষ্ঠানে গিয়ে তিনি জানান, পারমানবিক কর্মসূচি ও চুক্তি নিয়ে ইরানকে কায়দা করে ঝামেলায় ফেলতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। এজন্য বিভিন্ন ভাবে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চলছে। কিন্তু তাদের ফাঁদে এবার পা দেবে না ইরান।

খোমেনি বলেন, মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ হিসেবে ইরান কখনোই যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের কাছে মাথানত করবে না। তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হলেও, অতীতের মতো সততা আর ন্যায়ের পথে চলবে ইরান। এবারের জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ইতোমধ্যে নিউ ইয়র্কে পৌছেছেন আয়াতুল্লাহ আলী খোমেনি।