জয় দিয়ে জাতীয় লিগ শুরু করল রাজশাহী

জয় দিয়ে জাতীয় লিগ শুরু করল রাজশাহী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

জয় দিয়ে জাতীয় লিগের ১৯তম আসর শুরু রাজশাহী বিভাগের। ঘরের মাঠে সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে তারা। এদিকে কক্সবাজারে ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে ড্র হয়েছে।

শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১২৮ রান তোলে সিলেট। জবাবে মাত্র ৭৯ রানে গুটিয়ে যায় রাজশাহী। দ্বিতীয় ইনিংসে রাজিন সালেহর ৩৯ ও শাহানুর রহমানের ৩০ রানে সিলেটের সংগ্রহ দাড়ায় ১৬২। ফলে রাজশাহীর টার্গেট ২১২ রান।

২ উইকেটে ৮৬ রান তুলে তৃতীয় দিন শেষ করে তারা। শেষ দিন রাজশাহীর প্রয়োজন ১২৫ রান, হাতে ৮ উইকেট। জুনায়েদ সিদ্দিকির ৪৬ ও ফরহাদ হোসেনের ৭০ রানে সহজেই জয় তুলে নেন রাজশাহী। মাইশুকুর ৩৭ রানে অপরাজিত থাকেন।

এদিকে শেখ কামাল আন্তার্জতিক স্টেডিয়ামে বৃষ্টির বাধায় প্রথম দিন ও তৃতীয় দিনের মতো শেষ দিনও মাঠে একটি বলও গড়ায়নি।  এর আগে শুধু দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয়েছিল খেলা। তাই ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগের মধ্যকার ম্যাচ হয়েছে ড্র।