মার্কিন রণতরীর সঙ্গে মালবাহী জাহাজের সংঘর্ষ, সাত সেনা নিখোঁজ

মার্কিন রণতরীর সঙ্গে মালবাহী জাহাজের সংঘর্ষ, সাত সেনা নিখোঁজ

শেয়ার করুন

58বিশ্বসংবাদ ডেস্ক :

জাপান উপকূলে একটি মার্কিন যুদ্ধ জাহাজের সঙ্গে একটি মালবাহী জাহাজের সংঘর্ষের পর সাত মার্কিন নৌ সেনা নিখোঁজ রয়েছেন। জাপানের ইয়োকসুকা বন্দর থেকে ৫৬ নটিক্যাল মাইল দক্ষিন পশ্চিমে স্থানীয় সময় শনিবার রাত আড়াইটায় এ দূর্ঘটনা ঘটে।_96527939_23cad44f-1c61-459d-bbc6-90044ffeb570মার্কিন যুদ্ধ জাহাজ ইউএসএস ফিটজেরাল্ডের সঙ্গে বাণিজ্যিক কনটেইনার এসিএক্স ক্রিস্টালের সংঘর্ষে মার্কিন জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে উপগ্রহ চিত্রে দেখা যায়। এ ঘটনায় আহত মার্কিন জাহাজের কমান্ডিং অফিসার ও দুই নৌ সেনাকে হেলিকপ্টারে করে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয় বলে মার্কিন সপ্তম নৌ বহরের এক টুইটার বার্তায় জানানো হয়েছে।_96528147_ea7993c7-5d6e-4523-b463-229dfc022eb6মার্কিন যুদ্ধ জাহাজ ইউএসএস ফিতজেরাল্ড বিশ্বের সবচেয়ে উন্নত এবং অত্যাধুনিক যুদ্ধ-জাহাজ গুলোর মধ্যে অন্যতম। মার্কিন যুদ্ধ জাহাজের তুনলায় তিনগুন বড় ফিলিপাইনের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজটি ৩০ হাজার টন ধারন ক্ষমতা সম্পন্ন। জাপানী সরকারী বার্তা সংস্থা এনএইচকে জানায়, এই বাণিজ্যিক জাহাজটিতে ক্ষয়ক্ষতির পরিমান খুবই সামান্য।