জার্মানির শান্তিপূর্ণ বিপ্লবের প্রাণ-পুরুষ হেলমুট কোল আর নেই

জার্মানির শান্তিপূর্ণ বিপ্লবের প্রাণ-পুরুষ হেলমুট কোল আর নেই

শেয়ার করুন

_96523082_mediaitem96523081
বিশ্ব সংবাদ ডেস্ক :

জার্মান ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক চ্যান্সেলর হেলমুট কোল মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

সাবেক পূর্ব জার্মানির পথে-পথে শান্তিপূর্ণ বিপ্লবের ঢেউ শুরু যখন হয়েছিল তখন দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন হেলমুট কোল। দুই জার্মানিকে একত্রিত করার ক্ষেত্রে তার অবদান গুরুত্বপূর্ণ।

১৯৯০ সালের ৩ অক্টোবর ছিল হেলমুট কোল-এর রাজনৈতিক জীবনের সবচেয়ে সফল দিন। ওইদিনই বার্লিন দেয়াল ভেঙে পূর্ব ও পশ্চিম জার্মানি একত্রিত হয়। তবে রাজনৈতিক জীবনে চাঁদা কেলেঙ্কারির কারণে সক্রিয় রাজনীতি থেকে সরে যান তিনি।  চাঁদা কেলেঙ্কারিকে তার গৌরবময়  রাজনৈতিক জীবনের কালো অধ্যায় হিসেবে ধরা হয়। জার্মানী ও ইউরোপীয় ঐক্যের প্রতি আস্থাশীল ছিলেন কোল। জার্মানীর চ্যান্সেলর হিসেবে একটানা ১৬ বছর দায়িত্ব পালন করেছেন তিনি।