মসুল বিজয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ইরাকি প্রধানমন্ত্রী

মসুল বিজয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ইরাকি প্রধানমন্ত্রী

শেয়ার করুন

_96877507_mediaitem96877506বিশ্বসংবাদ ডেস্ক :

জঙ্গিগোষ্ঠী আইএসের অন্যতম ঘাঁটি মসুল বিজয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি।

সোমবার ইরাকের প্রধানমন্ত্রী মসুল ঘাঁটিতে গিয়ে সেনাবাহিনীর সঙ্গে দাঁড়িয়ে দেশের পতাকা উড়িয়ে বিজয়ের ঘোষণা দেন। গত রোববার ৯ মাসের লড়াই শেষে মসুল আইএস মুক্ত হয়। এসময় সেনাবাহিনীকে সহযোগিতার জন্য মসুলবাসীকেও ধন্যবাদ জানান ইরাকি প্রধানমন্ত্রী। একইসঙ্গে তাদের প্রতি সহমর্মিতাও প্রকাশ করেন তিনি।

গত বছরের ১৭ অক্টোবর থেকে মসুল পুনরুদ্ধারে মার্কিন বাহিনীর সহায়তায় অভিযানে নামে ইরাকি বাহিনী। কয়েক মাসের লড়াইয়ে অর্ধশতাধিক সেনা ও কয়েকশ বেসামরিক মানুষ প্রাণ হারান। উদ্বাস্তু হয়েছেন মসুলের প্রায় ৯ লাখ ২০ হাজার মানুষ। ২০১৪ সালের জুনে, মসুল দখল করে শহরটিকে তাদের ঘোষিত খিলাফতের কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলো আইএস জঙ্গিরা।