তৃতীয় দফায় ৩৬০০ ফার্ক বিদ্রোহীকে ক্ষমা করলো কলম্বিয়া সরকার

তৃতীয় দফায় ৩৬০০ ফার্ক বিদ্রোহীকে ক্ষমা করলো কলম্বিয়া সরকার

শেয়ার করুন

_96882774_040286031-1বিশ্বসংবাদ ডেস্ক :

তৃতীয় দফায় আরো তিন হাজার ছয়শ ফার্ক বিদ্রোহীকে ক্ষমা করেছে কলম্বিয়া সরকার। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস।

সোমবার এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেন তিনি। গত বছর এক শান্তিচুক্তি অনুযায়ী কয়েক হাজার ফার্ক বিদ্রোহী অস্ত্রসহ আত্মসমর্পণ করেন। এর মধ্য দিয়ে দীর্ঘ স্বাধীনতার দাবিতে অস্ত্র হাতে নেয়া ফার্ক গেরিলাদের সঙ্গে সরকারের ৫০ বছরের রক্তক্ষয়ী সংঘাত বন্ধ হয়ে যায়।

এরই মধ্যে বন্দি সাত হাজার ফার্ক সদস্যকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হয়েছে। এখন তাদের পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য কাজ করছে কলম্বিয়া সরকার। জাতিসংঘের সঙ্গে সাক্ষরিত চুক্তি অনুযায়ী : সবার জীবনের নিশ্চয়তা প্রদান এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার কথা বলা হয়েছে।