‘মসুল অভিযানে বেসামরিক নাগরিকদের ক্ষতি ঠেকাতে সতর্ক মার্কিন সৈন্যরা’

‘মসুল অভিযানে বেসামরিক নাগরিকদের ক্ষতি ঠেকাতে সতর্ক মার্কিন সৈন্যরা’

শেয়ার করুন

_95374613_f5862289-f3ba-4555-868f-b29f891dfaa3বিশ্বসংবাদ ডেস্ক :

ইরাকের মসুলে অভিযান চলাকালীন বেসামরিক নাগরিক যেন নিহত না হয় সে বিষয়ে নিজেরা খুবই সতর্ক বলে দাবি করেছেন এক সিনিয়র মার্কিন জেনারেল।

মার্কিন জেনারেল জোসেফ ভোটেল বলেন, তারা একটি স্ট্যান্ডার্ড মেনে চলার চেষ্টা করেন, কিন্তু মসুলের মতো জনবহুল স্থানে এটা মেনে চলা খুবই কঠিন।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান বলেন, যুদ্ধ এখন খুবই মারণাত্মক অবস্থায়। এবং এতে বেসামরিক নাগরিক নিহত হওয়া খুবই স্বাভাবিক বিষয়। তবে এই ঘটনার জন্য মানবাধিকার সংগঠনগুলোর তোপের মুখেই পড়তে হয়েছে যুক্তরাষ্ট্রকে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, এত বেসামরিক নাগরিক নিহত হওয়ার ব্যাপারে এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।