ফতেহপুরের জঙ্গি আস্তানায় আবারও অপারেশন হিটব্যাক শুরু

ফতেহপুরের জঙ্গি আস্তানায় আবারও অপারেশন হিটব্যাক শুরু

শেয়ার করুন

_95371178_nasirpur-moulvbibazarমৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের ফতেহপুরের জঙ্গি আস্তানায় সকাল থেকে আবারো অপারেশন হিটব্যাক শুরু করেছে পুলিশের বিশেষ বাহিনী সোয়াট।

এদিকে সকালে বড়হাটের জঙ্গি আস্তানার আশপাশ থেকে সব বাসিন্দাদের সরিয়ে আনা হয়েছে।সেখানে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার সন্ধ্যায় ফতেহপুরের জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিটব্যাক’ শুরু করে ঢাকা থেকে যাওয়া পুলিশের বিশেষ বাহিনী সোয়াট এর সদস্যরা। তবে রাত সাড়ে সাতটার পর থেকে সেখানে আর গুলির আওয়াজ পাওয়া যায়নি। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং রাতে আলো স্বল্পতার কারণে পরবর্তীতে অভিযান সকাল পর্যন্ত স্থগিত রাখা হয়।

বুধবার থেকে নিরাপত্তার স্বার্থে বড়হাটের বাড়ি ঘিরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ও কুসুমবাগ এলাকা এবং খলিলপুর ইউনিয়ন পরিষদ থেকে আশপাশের দুই কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করে রেখেছে জেলা প্রশাসন। দুই এলাকাতেই সকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ অবস্থানে থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।