মন্ত্রীদের বেতন ১০ শতাংশ কমাচ্ছেন মাহাথির

মন্ত্রীদের বেতন ১০ শতাংশ কমাচ্ছেন মাহাথির

শেয়ার করুন

_99505785_042751995-1বিশ্বসংবাদ ডেস্ক :

মালয়েশিয়ায় মন্ত্রীদের বেতন ১০ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন, নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সরকারের ব্যয় সংকোচনের নীতির অংশ হিসেবে এই পদক্ষেপ নিতে যাচ্ছেন তিনি।

বুধবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে পুত্রজায়ায় এক সংবাদ সম্মেলনে মাহাথির বলেন, এই বেতন কমানোর মধ্য দিয়ে, দেশ যে অর্থনৈতিক সমস্যার মধ্যে আছে, সেটি তুলে ধরতে চান তিনি। মাহাথির বলেন, দেশের অর্থনৈতিক সমস্যা নিয়ে তিনি উদ্বিগ্ন। বর্তমানে সরকারের নেওয়া ঋণ পৌছেছে ২৫০ বিলিয়ন ডলারে। যা মালয়েশিয়ার জিডিপির ৬৫ শতাংশের সমান।

সরকারের এই ঋণ কমাতে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন মাহাথির। এর আগে ১৯৮১ সালে প্রথমবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর, মন্ত্রী ও আমলাদের বেতন কমিয়ে দিয়েছিলেন মাহাথির মোহাম্মদ।