আকস্মিক অবসরের ঘোষণা ডি ভিলিয়ার্সের

আকস্মিক অবসরের ঘোষণা ডি ভিলিয়ার্সের

শেয়ার করুন

ab-de-villiers-of-south-africa-celebrates-and-acknowledges-1স্পোর্টস ডেস্ক :

বিশ্বকাপের একবছর আগে আর্ন্তজাতিক ক্রিকেট থেকে আকস্মিক অবসর নিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।

সদ্যই শেষ করেছেন আইপিএলের একাদশ আসর। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে এবারের সময়টা খুব একটা ভাল কাটেনি তাঁর। ব্যাট হাতে চেনা ডি ভিলিয়ার্সকে খুঁজে পাওয়া যায়নি। তবে, জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে টানা খেলা থাকার কারণে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ওয়ানডেতে সবচেয়ে কম বলে সেঞ্চুরি হাঁকানো এই মারুকুটে ব্যাটসম্যান।

অবসরের আগে ১১৪ টি টেস্ট ২২৮ ওয়ানডে এবং ৭৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই প্রোটিয়া। ক্লান্তি তাঁর অবসরকে প্রণোদিত করেছেন বলে জানিয়েছেন এবি। বলেছেন, ঘরের মাটিতে অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে সিরিজ জিতেছে তারা। আর সে কারণে এখনই অবসর নেয়ার সঠিক সময়। তবে, এই সিদ্ধান্ত নেয়াটা কঠিন বৈকি।