ভারতে ১২ বছরের নিচে শিশু ধর্ষকদের মৃত্যুদণ্ড সংক্রান্ত বিল পাস

ভারতে ১২ বছরের নিচে শিশু ধর্ষকদের মৃত্যুদণ্ড সংক্রান্ত বিল পাস

শেয়ার করুন

160324-khan-indian-rape-tease_nkphdcবিশ্বসংবাদ ডেস্ক :

ভারতের লোকসভায় পাস হলো ১২ বছরের নিচে শিশু ধর্ষকদের মৃত্যুদণ্ড সংক্রান্ত বিল। সোমবার বিলটি পেশ করা হলে, তাতে সমর্থন করে প্রায় প্রতিটি রাজনৈতিক দল।

কণ্ঠভোটে সহজেই নিম্নকক্ষে পাস হয় বিলটি। যদিও বিরোধীদের কয়েকজন এই বিলে আরও সংশোধনী আনার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু, তা নাকচ হয়ে যায়। ১২ বছরের কম বয়সী শিশুকে ধর্ষণ করলে ধর্ষকের নূন্যতম ২০ বছর কারাদণ্ড এবং সর্বোচ্চ ফাঁসির সাজা দেওয়ার জন্য বিশেষ অধ্যাদেশ পাস হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভায়।

গত এপ্রিলে পাস হওয়া এই অধ্যাদেশে সাজা বাড়ানোর পাশাপাশি ধর্ষণ মামলার তদন্ত এবং বিচারের ক্ষেত্রে সময়সীমাও নির্দিষ্ট করে দেওয়া হয়। সম্প্রতি জম্মু-কাশ্মীরের কাঠুয়া ও উত্তরপ্রদেশের উন্নাওকাণ্ডের পর, ভারতজুড়ে বাড়তে থাকা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের মুখে নতুন এই বিল পাস হলো।