ভারতের জম্মু ও কাশ্মীরে সংঘর্ষে নিহত ৪

ভারতের জম্মু ও কাশ্মীরে সংঘর্ষে নিহত ৪

শেয়ার করুন

_90805283_77dc7f89-a708-4ad6-a12e-52f888f94610

বিশ্বসংবাদ ডেস্ক :

ভারতের জম্মু ও কাশ্মীরে সংঘর্ষে ৪ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ৮ জুলাই পুলিশের সঙ্গে স্থানীয় ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত ৬৪ জন প্রাণ হারিয়েছেন।

সহিংসতায় আহত হয়েছেন কমপক্ষে ৫ হাজার মানুষ। এদের মধ্যে নিরাপত্তা বাহিনীর অনেক সদস্যও রয়েছেন। মঙ্গলবার বিক্ষোভকারীরা বাদগাম জেলার মাগাম গ্রাম নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা পাথর ছুঁড়তে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা ফাঁকা গুলি ছোঁড়ে।

৮ জুলাই কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের ২২ বছর বয়সী সদস্য বুরহান ওয়ানি নিহত হওয়ার পর থেকে কাশ্মীর জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তারপর থেকে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর প্রায় প্রতিদিনই সংঘর্ষের ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সে সময় থেকে এখনো কার্ফিউ জারি আছে।