প্রতিষ্ঠাবার্ষিকী পালনে সরকারের সহযোগিতা চেয়েছে বিএনপি

প্রতিষ্ঠাবার্ষিকী পালনে সরকারের সহযোগিতা চেয়েছে বিএনপি

শেয়ার করুন

index

নিজস্ব প্রতিবেদক :

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী পালনে সরকারের সহযোগিতা চেয়েছে বিএনপি। এ উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যোগাযোগও শুরু করেছে দলটি।

মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে এ তথ্য জানান, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন কমিটি ঘোষণার পর এটিই ছিল তাদের প্রথম যৌথসভা।

কমিটি পূনর্বিন্যাস সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দলের  ফোরামে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

১ সেপ্টম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নেওয়া কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ১০টায় চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানো ও ফাতেহা পাঠ। আর ৩১ আগস্ট বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

এছাড়া ৩ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবসে আলোচনা সভা হবে। এছাড়া, ১১ সেপ্টেম্বর ঈদের ছুটি থাকলে, খালেদা জিয়ার কারামুক্তি দিবসের কর্মসূচী পালিত হবে আগে বা পরে।